Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13kখোলা বাজার২৪, শনিবার, ২১ মে, ২০১৬: লিচুর রাজধানী পাবনার ঈশ্বরদীর লিচুর কদর ও সুনাম সারাদেশে রয়েছে। ঈশ্বরদীর লিচু মানেই টসটসে রসালো মিষ্টি ফল। ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে ঈশ্বরদীর লিচুর চাহিদাও অনেক বেশী। বর্তমানে চলছে লিচুর ভরা মৌসুম। সমগ্র ঈশ্বরদীতে চলছে লিচু বিক্রির ধুম। মৌসুমের শুরু থেকেই লিচুর আবাদ, বিক্রি ও বাজারজাত করনের সাথে সংশ্লিষ্টরা নানাভাবে ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে লিচু বাজারজাত করনের জন্য একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়ার জন্য ঝুড়ি, টুকরি ও ডালার বিশেষ প্রয়োজন। এজন্য এ মৌসুমে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় বাঁশের তৈরী এসব ঝুড়ি, টুকরি ও ডালা তৈরীতেও ধুম পড়েছে। চলতি মৌসুমে শ্রমিকরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নারী ও শিশুসহ পরিবারের সকল সদস্যই টুকরি তৈরীর কাজ করছেন। পরিবেশ বান্ধব এ বাঁশের টুকরীগুলো দেশের বিভিন্ন জেলাতে বিক্রি করা হয় এবং চাহিদা মোতাবেক সরবরাহ করা হয়। প্রতিটি ঝুড়ি বিভিন্ন আকার ও কোয়ালিটি অনুযায়ী ৫০ টাকা থেকে ২’শ টাকায় বিক্রি করা হচ্ছে।
টুকরি তৈরীর কারিগর জালাল হোসেন জানান, তার পরিবারের ছয়জন সদস্যের সবাই এ কাজের সাথে সম্পৃক্ত। লিচুর মৌসুমে ৩ মাস ধরে গ্রামের ১’শ টি পরিবার এই কাজের ওপর নির্ভরশীল। টুকরী তৈরীর কারিগর বাবলু রহমান জানান, আগে বাঁশের উৎপাদন বেশী ছিল দামও কম ছিল। বর্তমানে বাঁশের দাম অনেক বেশী হওয়ায় অনেক পরিবার এ পেশা ছেড়ে অন্য পেশায় ঝুঁকে পড়েছেন।
এবার লিচুর আশানুরূপ উৎপাদন না হওয়ায় টুকরির চাহিদাও কম। মূলধন না থাকায় চড়া সুদে বিভিন্ন সংস্থার কাছ থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। এছাড়া বর্তমানে বিজ্ঞানের উন্নতির সাথে প্লাষ্টিক ঝুড়ির কদরও বৃদ্ধি পেয়েছে এজন্য বাঁশের ঝুড়ির প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে ।
অপর কারিগর রাহেলা বেগম বলেন, আমি ২০ বছর ধরে এই কাজ করে আসছি। এ পেশায় মুনাফা কম হওয়ায় কোনরকমে দিনাতিপাত করছি। সরকার দৃষ্টি দিলে এই পেশার মানুষ একটু স¦াবলম্বী হতে পারবে তাদের প্রত্যাশা।