Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, শনিবার, ২১ মে, ২০১৬: জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্য ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে। সে উদ্দেশ্য বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন টেলিকম অডিটরিয়ামে নবগঠিত ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিটের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করতে নিস্ক্রিয় জঙ্গি সদস্যদের সক্রিয় করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অপচেষ্টা চালানো হচ্ছে’। এর আগে মন্ত্রী সপ্তাহব্যাপী ‘টেরোরিস্ট থ্রেট অ্যান্ড রেসপন্স’ বিষয়ক কর্মশালাটির উদ্বোধনী ঘোষণা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং একাডেমি ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়লেন্স অ্যান্ড টেরোরিস্ট রিচার্জ সেন্টার, সিঙ্গাপুর যৌথভাবে কর্মশালাটির আয়োজন করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’র প্রধান মনিরুল ইসলাম, সিঙ্গাপুরের কাউন্টার টেরোরিজমের প্রধান ড. রেহান গুনা রতœ প্রমুখ।