Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, শনিবার, ২১ মে, ২০১৬: তাঞ্জানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে হামলায় ইমামসহ তিনজন নিহত হয়েছেন।
পুলিশ এই ঘটনাকে ‘সন্ত্রাসী স্টাইলে হামলা’ বলে বর্ণনা করেছে।
বিবিসি বলছে, এক ডজনেরও বেশি হামলাকারী বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় দা ও কুড়াল নিয়ে মুয়ানজার ওই মসজিদে হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঞ্জানিয়ার বিবিসি প্রতিনিধি সামি আওয়ামি জানিয়েছেন, দেশটিতে ইসলামি জঙ্গিদের উত্থানের হুমকি ক্রমশ বাড়ছে। তবে এ ধরনের হামলা তারা সাধারণত এড়িয়ে চলে।
মসজিদে চালানো হত্যাকাণ্ডের দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মুখোশ পরিহিত হামলাকারীরা কালো পতাকা বহন করছিলেন। তারা মসজিদে প্রবেশ করে সব বাতি নিভিয়ে দিয়ে নামাজ পড়তে আসা মুসল্লিদের জিজ্ঞাসা করেন, “যে সময়ে পুলিশ অন্যায়ভাবে আমাদের সম্মানিত মুসলিমদের আটক করছে সেসময়ে আপনারা নামাজ পড়তে এসেছেন কেন?”
ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে মুসলিমদের গ্রেপ্তারের ঘটনায় হামলাকারীরা অসন্তুষ্ট ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।