Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, শনিবার, ২১ মে, ২০১৬: বিদেশের অনেক ক্রিকেট প্রতিযোগিতায় খেলেছেন সাকিব আল হাসান। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সাকিব যেন ‘ক্রিকেটের ‘ভূ-পর্যটক’। তবে এবারের ক্যারিবীয় সফর নিয়ে একটু বেশিই রোমাঞ্চিত তিনি। এবার যে তিনি খেলবেন স্ত্রীকে খুশি করতে!
সিপিএল নামে পরিচিত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। গত ফেব্র“য়ারিতে এক লাখ ১০ হাজার ডলারে তাঁকে কিনে নিয়েছিল ক্রিস গেইলের দল। এখন তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতার চতুর্থ আসরের জন্য। কারণটা শোনা যাক বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের মুখে, ‘আমার স্ত্রী চায় আমি যেন সিপিএলে খেলি। আমরা ক্যারিবিয়ানের সব দ্বীপ ঘুরে বেড়াতে চাই। দ্বীপগুলো দারুণ সুন্দর। আমি তো এই প্রতিযোগিতার দিকে সাগ্রহে তাকিয়ে আছি।’
সাকিব-গেইল ছাড়াও কুমার সাঙ্গাকারা, ডেল স্টেইন, আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে জ্যামাইকা তালাওয়াস। এই দল নিয়ে অনেক দূর যাওয়ার ব্যাপারে আশাবাদী সাকিব, ‘আমার মনে হচ্ছে আমাদের দলটা খুবই ভালো। আমাদের সবাইকে শুধু একসঙ্গে পারফর্ম করে, দল হিসাবে খেলে ম্যাচ জিততে হবে।’
তারকাবহুল দলে সাকিব একদিক দিয়ে অনেকের চেয়ে এগিয়ে। জ্যামাইকায় তিনি হতে যাচ্ছেন তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সামনে আছেন শুধু গেইল (এক লাখ ৬০ হাজার) ও সাঙ্গাকারা (এক লাখ ৩০ হাজার ডলার)।