খোলা বাজার২৪, শনিবার, ২১ মে, ২০১৬: চলতি বছরের জানুয়ারি মাস থেকে পোশাক শ্রমিকদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকদের কয়েকটি সংগঠন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান।
তিনি বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্য নিশ্চিতকরণে প্রয়োজনে মুনাফাখোর, কালোবাজারী ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) দায়িত্ব দেওয়ার দাবি জানান।
তৌহিদুর রহমান বলেন, আসন্ন অর্থবছরের বাজেটে গার্মেন্টস শ্রমিকদের ১ হাজার টাকার প্যাকেজ মূল্যে ৩০ কেজি চাল, ১৫ কেজি আটা, ৫ কেজি ভোজ্যতেল, ৫ কেজি চিনি, ৫ কেজি ডাল ও ২ কেজি শিশু খাদ্য দেওয়ার লক্ষ্যে রেশনিং চালু করতে হবে। একই সঙ্গে ক্রমাগত বাড়ি ভাড়ার অত্যাচার থেকে শ্রমিক শ্রেণিকে রক্ষার জন্য সরকারি বা বেসরকারি উদ্যোগে ডরমেটরি নির্মাণের জন্য বিনা সুদে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে।
সংবাদ সম্মেলনে ছিলেন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর রনী, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি মাহতাব উদ্দিন শহীদ, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বজলুর রহমান বাবলু প্রমুখ।