খোলা বাজার২৪, রোববার, ২২ মে, ২০১৬: চট্টগ্রাম-৮ সংসদীয় আসন শূন্য ঘোষণা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার সকালে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী লায়েকুজ্জামান।
এই নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব এবং মইনউদ্দীন খান বাদলের কাছে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম-৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী পরিষদ সভাপতি মইনউদ্দীন খান বাদল।
নোটিশে বলা হয়েছে, মইনউদ্দীন খান বাদল এখন জাসদ দলটির বাইরে। তিনি ১৪ দলেরও বাইরে রয়েছেন। এ জন্য তাঁর নির্দিষ্ট দলের কোনো প্রতীক নেই।
নোটিশে আরো উল্লেখ আছে, মইনউদ্দীন খান বাদল আগে যে প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, সেই প্রতীকের দলের সঙ্গে যেহেতু তিনি নেই, তাই এ আসন শূন্য ঘোষণা করা দরকার। একই সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করাও জরুরি।
এর আগে গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয়ে যায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সংসদ সদস্য শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে গত ১২ মার্চ দলের কাউন্সিল থেকে বেরিয়ে আলাদা কমিটি ঘোষণা করে দলটির একটি অংশ। পরে দলের নির্বাচনী প্রতীক মশাল পাওয়ার দাবি তোলে দুই পক্ষই।
এ নিয়ে নির্বাচন কমিশনে শুনানি শেষে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন পক্ষটিকে মশাল প্রতীক বরাদ্দ দেয় ইসি। ফলে আরেক অংশের (যেটির কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদল) দাবি খারিজ হয়ে যায়।
এক চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন জানায়, মইনউদ্দীন খান বাদলের নেতৃত্বাধীন জাসদ গঠনতন্ত্র অনুসরণ না করায় তাঁদের অংশের বিষয়ে কমিশনের কিছু করণীয় নেই।