খোলা বাজার২৪, রোববার, ২২ মে, ২০১৬: বিমান হামলায় তালেবানপ্রধান আখতার মনসুর নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। তবে তালেবান এই দাবি প্রত্যাখ্যান করেছে।
পাকিস্তানের প্রত্যন্ত এলাকায়শনিবার ওই হামলা চালানো হয় বলে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানায়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার ওই হামলার অনুমতি দিয়েছিলেন।
মার্কিন ভাষ্যে বলা হয়, আখতার মনসুর এবং আরো কয়েকজন একটি গাড়িতে করে অন্য কোথাও যাওয়ার সময় হামলাটি চালানো হয়। এতে আখতার এবং অন্য অন্ততত আরেকজন নিহত হন।
তবে তালেবান কর্তৃপক্ষ আখতার মনসুরের নিহত হওয়ার খবর অস্বীকার করেছে।
গত বছর তালেবান নেতা মোল্লা ওমর নিহত হওয়ার পর আখতার মনসুর দায়িত্ব গ্রহণ করেন।