খোলা বাজার২৪, রোববার, ২২ মে, ২০১৬: ব্রণ নিয়ে আর চিন্তা নেই। মাত্র তিনটি প্রাকৃতিক উপাদান ব্যবহারে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ব্রণের দাগও দূর হবে। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। জানতে চান উপাদান তিনটি কী কী। তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগের এই পরামর্শটি একবার দেখে নিন।
যা যা লাগবে
একটি ডিমের সাদা অংশ, লেবুর রস আধা চা চামচ ও হলুদের গুঁড়ো সামান্য। ডিমের প্রোটিন ত্বকের ব্রণ দূর করে, অন্যদিকে লেবুর রস ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে। এ ছাড়া লেবু ত্বকে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যা ব্রণের জীবাণু ধ্বংস করে। আর হলুদের গুঁড়ো ব্রণের দাগ দূর করতে বেশ কার্যকর।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে ডিমের সাদা অংশ ভালো করে বিট করে নিন। এবার এতে লেবুর রস ও হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। এই প্যাক পুরো মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত দুবার মুখে এই প্যাক ব্যবহার করুন।
পরামর্শ
১. এই প্যাকটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন।
২. প্যাকটি ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
৩. প্যাকটি পুরো মুখে না লাগিয়ে শুধু ব্রণের ওপরও লাগাতে পারেন।