খোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: বেগম সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন নূরজাহান বেগম। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, নূরজাহান বেগমের মৃত্যুতে দেওয়া শোকবাণীতে প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গুরুতর অসুস্থ অবস্থায় নূরজাহান বেগমকে গত ৫ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে তাঁর চিকিৎসার পুরো ভার নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর প্রয়োজনীয় চিকিৎসার এতটুকু ঘাটতি ও অবহেলা যেন না হয় সে ব্যাপারে সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি। তবে, চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার সকালে মারা যান ৯১ বছর বয়সী নূরজাহান বেগম।