Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22kখোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ এদেশে কোনো মানুষের নিরাপত্তা নেই। সকল ধর্মের গুরুরা আজকে নিহত হচ্ছে। দেশের বৃহত্তম জনগোষ্ঠী মুসলমান। তাদের প্রিয় নবী যারা তাদের জীবনের থেকে তাকে বেশি ভালোবাসে, আজকে তাকে বারবার কটূক্তি করা হচ্ছে।
রবিবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। শবেবরাত উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রিজভী।
রিজভী বলেন, মুসলামনদের প্রাণের চাইতে যে নবী তাকে এই শেখ হাসিনার আমলে বারবার কটূক্তি করা হয়েছে, বারবার বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। এটা মানুষের হৃদয়ের কঠিনভাবে আঘাতপ্রাপ্ত হয়। এটা প্রগতির লক্ষণ নয়, এটা সেক্যুলারিজম হতে পারে না।
রিজভী বলেন, আবার কোনও অন্যায়ের কারণে যে প্রচলিত আইন আছে, সেই আইনে বিচার হবে। কিন্তু গডফাদারের কায়দায় কান ধরে উঠ-বস করানো ইসলাম কখনও পছন্দ করে না। ইসলামে এটা গ্রহণীয় নয়। এর জন্য আইন আছে, তার জন্য বিচার আছে, তার জন্য আদালত আছে।
আইন নিজস্ব পথে চলছে না অভিযোগ করে রিজভী বলেন, আজকে আইন আইনের পথে চলছে না। জেলায় জেলায় গডফাদার তৈরি হয়েছে, তাদের হাতে আইন। আজকে জনগণকে বাধ্য করছেন, তাদেরকে মান্য করতে, আজকে জনগণকে ভয় দেখাচ্ছে, তাদেরকে মান্য করতে। কারণ জনগনের কাছে তাদের জবাবদিহিতা নেই, তারা জনগণকে থোড়াই কেয়ার করেন।