খোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: বেগম সম্পাদক নূরজাহান বেগমকে সর্বস্তরের জনতার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বিকেলে। আজ সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত স্বজন-শুভানুধ্যায়ী-সহকর্মীরা শহীদ মিনারে তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
তারপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশান মসজিদে। সেখানে বাদ মাগরিব সম্পন্ন হবে তার দ্বিতীয় জানাজা। এ জানাজার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে নূরজাহান বেগমকে।