খোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ভিসেন্ট ক্যালডেরনে একটাই লক্ষ্যে দু’টি দল নেমেছিল। শুধু কোপা দেল রে’র ফাইনাল জেতা নয়। ট্রফির ডাবল করা। বার্সেলোনা লা লিগা জিতে কোপা দেল রে’জিতলে ট্রফির ডাবল করতে পারবে। ঠিক একইভাবে ইউরোপা লিগ জেতা সেভিয়া হেভিওয়েট মহারণ জিতলে দু’টি ট্রফি পাবে এক মরশুমে।
শেয়ানে-শেয়ানে লড়াইয়ে শেষ হাসি হাসল সেই লুইস এনরিকের ছেলেরাই। টানা দ্বিতীয়বার কোপা দেল রে ঘরে তুললেন মেসি-নেইমাররা। ঘরোয়া ‘ডাবল’ করল বার্সা।
অতিরিক্ত সময় গড়ানো এই ফাইনাল ম্যাচে বার্সা ২-০ গোলে সেভিয়াকে হারিয়ে কাতালান পতাকা ওড়াল অ্যাটলেটিকোর মাঠে। রোববার মেসি গোল করেননি। কিন্তু ম্যাচের নায়ক তিনিই। দু’টি গোলেই অবদান ছিল বার্সার পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রাজপুত্রর। স্বপ্নের ফুটবল খেলে আবারো প্রমাণ করলেন কেন তিনি অন্য গ্রহের।
এদিন ম্যাচের ৩৬ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় বার্সা । ডিফেন্ডার জ্যাভিয়ার ম্যাসচেরোনো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও দ্বিতীয়ার্ধের শেষ দিকে সেভিয়াও ১১-র বদলে ন’জনে খেলে। ম্যাচের ৯২ মিনিট সেভিয়ার ম্যাক্সিমিলানোকেও লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করান রেফারি। এমনকি সেভিয়া প্রথম গোল হজম করার পর ১২১ মিনিটে দু’টি হলুদ কার্ডের সৌজন্যে লাল কার্ড দেখেন ড্যানিয়েল মার্টিন্স।
পুরো ম্যাচ জুড়েই দু’দলই ইঞ্চিতে-ইঞ্চিতে লড়াই করলেও খেলার রঙ বদলে যায় ৯২ মিনিটের পর থেকেই। দু’দল যখন বাইশের বদলে কুড়িতে লড়তে শুরু করে তখনই আর বার্সাকে রোখা গেল না। ম্যাচের ৯৭ মিনিটে মেসির অসাধারণ কোনাকুনি পাসে জর্ডি আলবা গোলের খাতা খোলেন। এরপর ম্যাচের ১২২ মিনিটে সেই মেসির পাসেই নেইমার গোল করে বার্সাকে ২৮ বার এই ট্রফি এনে দিলেন।