খোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: তার বোলিং যে কোন দলের জন্যই মাথা ব্যাথার কারণ। গত এক বছরে মুস্তাফিজের বোলিং নিয়ে হয়েছে প্রচুর গোবেষণা। এবং এখনও চলছে সেটা।
রবিবার আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচে ২২ রানে জয় পায় কলকাতা। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে ২৯ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
বোলিং পরিসংখ্যান বলছে, নাইট রাইডার্স ব্যাটসম্যানরা বেশ ভালই পড়তে পেরেছে কাটার বয়ের বোলিং রহস্য।
মুস্তাফিজের বোলিং মোকাবেলার ক্ষেত্রে যে ক’য়েকটি সতর্কতা অবলম্বন করে নাইট রাইডার্স ব্যাটসম্যানরা তা হলো- অন সাইডে স্লগ না করা, অ্যাঙ্গেলে গিয়ে মারা, অফে বা সোজা ব্যাটে খেলা। সর্বপুরি দেখেশুনে খেলা। মানে মারার বল মারা।
এই গেম প্ল্যান বেশ কাজেও দিয়েছে। বুধবার দিল্লির ফিরোজশাহ কোটলাতেও কাটার বয়ের বিরুদ্ধে একই প্ল্যান নিয়ে নামবেন কেকেআর ব্যাটসম্যানরা।
১৪ ম্যাচে ২২.২৫ গড়ে ১৭ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকার তিন নম্বরে মুস্তাফিজ। ওভার প্রতি রান দিয়েছেন ৭.৭১। আইপিএলে কমপক্ষে ৭ উইকেট পেয়েছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের ইকোনোমি সবচেয়ে ভাল।