Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: দেশের ভেতরে যেসব হত্যাকাণ্ড ঘটছে, তা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁরা এসব হত্যাকাণ্ডের দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সোমবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় দেশের বিশিষ্ট নাগরিকরা এ আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা ইসরাইলি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকার উৎখাতের চক্রান্ত হচ্ছে অভিযোগ করে এর বিরুদ্ধে রাজনৈতিক দল এবং ইসলামী সংগঠনগুলোকেও তৎপর হওয়ার আহ্বান জানান।
‘রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট (রাত্রি)’-এর উদ্যোগে ‘রাজনীতিতে ষড়যন্ত্র ও বাংলাদেশের নিরাপত্তা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনের নির্বাহী পরিচারক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানেই উঠে আসে বাংলাদেশের বিরুদ্ধে দেশি ও বিদেশি নানা ষড়যন্ত্রের অভিযোগ।
সভায় নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, জঙ্গিবাদ, ষড়যন্ত্র এবং যুদ্ধাপরাধীদের বিচার- এগুলো মিলেই এখন আমাদের দেশে সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি হয়েছে।
শোলাকিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘যাঁরা ইসলাম গেল গেল বলে রব তোলেন, তাঁরা আজকে কোথায়?’
সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, প্রথম প্রতিবাদ হওয়া উচিত সুস্থধারার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে।
গোলটেবিলে বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যে হচ্ছে তা এখন নতুন করে প্রমাণ করার কিছু নেই। যুদ্ধাপরাধের বিচার ও একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার অদম্য আকাক্সক্ষার কারণেই এসব ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, সরকারের উচিত হবে এসব অভিযোগে যাদের ধরা হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে তা স্বচ্ছতার সঙ্গে দেখানো। সাম্প্রতিক সময়ে অনেক ব্লগার ও লেখককে খুন করা হয়েছে। এখানে সহনশীলতা দেখিয়ে কোনো লাভ নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক যাকে অন্যায়ভাবে নির্যাতিত করা হলো তাঁকে হত্যার জন্য ফেসবুকে বিস্তারিত বিররণ দেওয়া হলো। এসব ঘটনার একেবারে সূচনালগ্নেই যদি ধরে ফেলা না যায়, তাহলে সন্ত্রাস কিন্তু ছড়িয়ে পড়বে।
নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্ত স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।