Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন।
নিহত মো. হানিফ (৩০) ইউনিয়নের লস্করদি গ্রামের প্রয়াত নজু মিস্ত্রীর ছেলে।
সোমবার রাত ৯টার দিকে লস্করদি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গজারিয়া থানায় ওসি হেদায়েতুল ইসলাম।
তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম মিটুর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা গুলি চালালে হানিফসহ বেশ কয়েকজন আহত হন।
হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
পেশায় রং মিস্ত্রী হানিফ কোনো প্রার্থীর সমর্থক বা রাজনৈতিক দলের কর্মী নন বলে জানা গেছে।
ওসি বলেন, হামলার সময় বিদ্যুৎ ছিল না। ঘটনার তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামী ২৮ মে এ ইউনিয়নে ভোট হওয়ার কথা।