খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: বিনা পরোয়ানায় গ্রেফতার ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে উচ্চ আদালত যে রায় দিয়েছেন, তা যথাযথভাবে পালন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ রায় এলে আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।’
তিনি বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশনা অবশ্যই মেনে চলবে আইন-শৃঙ্খলা বাহিনী। ব্যত্যয় হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সুস্পষ্ট নির্দেশনা রয়েছে পুলিশ কীভাবে গ্রেফতার করতে পারবেন। এখনো কিন্তু সেটা হচ্ছে। যে সংস্থা গ্রেপ্তার করতে যাচ্ছে, পোশাকে সেটা উল্লেখ থাকে।
এর আগে, মঙ্গলবার সকালে বিনা পরোয়ানায় গ্রেফতারের ধারা ৫৪ ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ধারা ১৬৭ সংশোধনে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় ঘোষণার সময় আদালত বলেন ‘গাইড লাইনসহ’ কিছু ‘মোডিফিকেশন’ থাকবে রায়ে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রিট আবেদনের বিবরণ থেকে জানা যায়, ১৯৯৮ সালে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেফতার করার পর ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ-কার্যালয়ে তার মৃত্যু হয়। ওই ঘটনায় বিচারপতি হাবিবুর রহমান খানের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার। তদন্ত শেষে কমিটি ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে কয়েকটি সুপারিশ করে।
তবে পরবর্তীতে সেই সব সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) হাইকোর্টে একটি রিট আবেদন করে। ওই রিট আবেদনের শুনানি শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল হাইকোর্ট এই বিষয়ে কয়েকদফা নির্দেশনা দিয়ে রায় দেন।