খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: ক্রিকেট মাঠে ব্যাট হাতে যেমন রেকর্ড গড়েন, তেমনি বাস্তব জীবনেও কু-কীর্তির রেকর্ড গড়েন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। বিতর্কের অপর নাম-ই যেন এই দানব হিটার।
কিছুদিন পর পর তারই আমোদ-প্রমোদের খবর প্রকাশিত হয় পত্রিকার পাতায়। আর নারী-ঘটিত বিতর্ক তো আছেই।
সম্প্রতি আবারো এক নারী সাংবাদিককে নিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। আইপিএল চলাকালীন লন্ডনের টাইমস ম্যাগাজিনের এক নারী সাংবাদিককে সাক্ষাৎকার দেয়ার সময় বাজে প্রশ্ন করে বিব্রত করেন গেইল।
এর আগে গত বছর জুনে বিগ ব্যাশ টুর্নামেন্ট চলাকালীন চ্যানেল টেনের মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দেয়ার সময়ই বাজে প্রস্তাব দিয়েছিলেন গেইল।
ওই ঘটনার পর অনেক তারকা ক্রিকেটাররা তার কড়া সমালোচনা করেছিলেন। এর মধ্যে একজন ছিলেন গেইলের বিগ ব্যাশ টুর্নামেন্টের সিডনি থান্ডার দলের সতীর্থ ও সাবেক অসি ওপেনার ক্রিস রজার।
গেইলের কঠোর সমালোচনা করে তিনি এবিসি নিউজকে বলেছিলেন, “তার (গেইল) এ ধরণের ব্যবহার কারণে আমি তরুণ খেলোয়াড়দের জন্য চিন্তিত। তাকে দেখে ভবিষ্যৎ ক্রিকেটাররা কী শিখবে? আমি তাদের সাথে এ নিয়ে কথাও বলেছি। তোমাদের কি মনে হয়, এটা ভালো ব্যবহার? তোমরা কি এমনটা করবে?”
সেই সমালোচনার জবাব গেইল দিলেন পাঁচ মাস পর তার আত্মজীবনীতে। ‘সিক্স মেশিন’ নামের ওই আত্মজীবনীটির সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছে ব্রিটেনের দ্য টাইমস পত্রিকাটি।
রজারের এই মন্তব্যের জবাব কড়ায় গণ্ডায় হিসেব করে দিয়েছেন গেইল। বলেছেন, ‘ক্রিস রজার, তুমি কিভাবে এ কথা বলো! তুমি আর আমি তো বারে কতরাত কাটিয়েছি?’
গেইল লিখেছেন, “আমি গোয়েন্দাগিরি করি না। কিন্তু তুমি তো নিজের মুখেই তোমার ‘কীর্তি’ আমাকে বলেছ। এর পর আমার ব্যাপারে কিছু বলার আগে ওই কথাগুলো ঠিক মনে করো।”
গেইল তার আতœজীবনীতে শুধু রজার নয় কিংবদন্তী অসি ক্রিকেটার ইয়ান চ্যাপল ও ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিন্টনের সমালোচনারও জবাব দিয়েছেন।
উল্লেখ্য, গত মাসেই বাবা হয়েছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। কন্যা সন্তানের মুখ দেখতে আইপিএল থেকে ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন এই ব্যাটিং দানব। তারপর ফিরেই নতুন বিতর্কে জড়ান।