Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: প্রায় শেষের পথে চলে এসেছে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলের নবম আসর। এক মাসের জমজমাট লড়াই শেষে আগামী রোববার পর্দা নামবে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগের। তবে এবারের আসর শেষ হতে না হতেই আরো একটি আইপিএল আয়োজনের কথাবার্তা চলছে ভারতের ক্রিকেট অঙ্গনে। এ বছরের সেপ্টেম্বরে সংক্ষিপ্ত আকারে আরো একবার আইপিএল আয়োজন করা যায় কি না, সেই চিন্তাভাবনা শুরু করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০০৯ সালে ইউরোপিয়ান ফুটবলের আদলে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ আয়োজন করেছিল ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। ২০১৪ সাল পর্যন্ত আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগের ছয়টি আসর। কিন্তু ২০১৫ সাল থেকে এই প্রতিযোগিতাটি বন্ধ করে দেয় আইসিসি। তারপর থেকে সেপ্টেম্বর মাসটি প্রায় ফাঁকাই পড়ে থাকছে আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে। এখন এই সুযোগটা কাজে লাগিয়েই সেপ্টেম্বর মাসে আরেকটি আইপিএল আয়োজনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছে, ‘দেশের বাইরে ভারতীয় ক্রিকেটের সমর্থকদের কাছে পৌঁছানো যায় কি না, তা যাচাই করে দেখার দারুণ সুযোগ হতে পারে এই মিনি আইপিএল। যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে ঢুকতে পারলে এটা অর্থনৈতিকভাবেও লাভবান হবে।’
মূলত অর্থনৈতিক সাফল্যের কথা মাথায় রেখেই এ বছর আরেকটি আইপিএল আয়োজনের কথা চিন্তা করছে ভারত। ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব আছে সনি-ইএসপিএনের দখলে। আর ভারতীয় ক্রিকেট দলের ম্যাচগুলো সম্প্রচারের স্বত্ব পেয়েছে স্টার ইন্ডিয়া। কিন্তু জাতীয় দলের খেলা চলার সময় ওভার শেষে যেন কোনো বিজ্ঞাপন দেখানো না হয়, সেই সুপারিশ করেছে লোধা প্যানেল। সত্যিই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বিসিসিআই।