খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: ইরানের একজন সিনিয়র সামরিক উপদেষ্টা বলেছেন, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নির্দেশ প্রদান করলে ৮ মিনিটেই ইসরাইলকে ধ্বংস করতে পারবে। ইরানের রেভ্যুলশনারী গার্ডের উপদেষ্টা আহমাদ কারিমপুর রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সিকে একথা বলেন।
প্রায় দুই সপ্তাহ আগে ইসরাইলি ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম একটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উড্ডয়নের পর এই মন্তব্য করেন ওই উপদেষ্টা। এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত মার্চে ইসরাইলে আঘাত হানতে সক্ষম আরো দু’টি মিসাইলের পরীক্ষামূলক বিষ্ফোরণ ঘটিয়েছে তেহরান।
ইরানের সুপ্রিম লিডার খামেনি প্রায়ই ইসরাইলকে ধ্বংস করার হুমকি প্রদান করেন। গত বছরের সেপ্টেম্বরে খামেনি বলেছিলেন, আগামী ২৫ বছরে পৃথিবীতে ইসরাইল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না।
২০১৫ সালের জুলাই মাসে ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি ইসরাইলের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই হুমকিতে ইসরাইলি সরকার কি প্রতিক্রিয়া জানায় সেটাই এখন দেখার বিষয়।