Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: ক্ষমতায় টিকে থাকতে সরকার একের পর এক নাটক তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘সরকার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তারা একের পর এক নাটক করছে। তবে মিথ্যা বলে বেশি দিন টিকে থাকা যায় না।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয় ‘ভাসানী ভবনে’ এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মুক্তির দাবিতে এর আয়োজন করে জাতীয়তাবাদী ঢাকা মহানগর দক্ষিণ জাসাস।
আন্দোলন না থাকার পরও নেতা-কর্মীদের আত্মগোপনে থাকার সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পালিয়ে না থেকে আইনের আশ্রয়ে যান। জেলে থাকাটা সম্মানজনক, কিছুটা নিরাপদও। আন্দোলন সংগ্রাম যেহেতু নাই, জেলখানায় থাকাই ভালো। পালিয়ে থাকতে যে খরচা হয়, জেলে থাকলে এত খরচ হবে না।’
প্রতিবাদ সভায় অংশ নিয়ে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম বলেন, ‘ক্ষমতা ছেড়ে দিলে শেখ হাসিনা নিজেও বাঁচবে না, তার দলও বাঁচবে না এ শঙ্কায় রয়েছেন। সেজন্য তারা ভয় পেয়ে জোর করে ক্ষমতায় থাকতে চায়।’
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে সংকট সমাধানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পরামর্শ দেন সালাম।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস নেতা জাহাঙ্গীর শিকদার, কণ্ঠ শিল্পী মনির খান প্রমুখ।