খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: সাদা পোশাকে নিজেদের পরিচয় না দিয়ে পৃথিবীর কোথাও এভাবে গ্রেফতার করা হয় না। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে হলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ৫৪ ও ১৬৭ ধারা নিয়ে আপিল বিভাগের দেওয়া রায়ের পর এই মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মাহবুবে আলম মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সাদা পোশাকে যারা গ্রেফতার করে তাদের কাজ হলো আসামিকে অনুসরণ করা, গতিবিধি লক্ষ্য করা। কাউকে গ্রেফতার করার ব্যাপারে নিশ্চয় পরিচয় দেওয়া উচিত।
আমার মনে হয় না, নিজেদের পরিচয় না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেফতার করতে যায়। এভাবে যারা যাচ্ছে তারা নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনীর লোক না।
তিনি বলেন, এখন আমাদের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে হবে। আপিল বিভাগ যে রায় দেবেন বা যে সমস্ত নির্দেশনা দেবেন তার আলোকে আশা করি সরকার পদক্ষেপ নেবে।
মাহবুবে আলমের মতে, মতবাদের কারণে ডাক্তার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খুন করা হয়েছে। এ সমস্ত আসামিদের ধরবে পুলিশবাহিনী। এদিকে আসামি ধরার ব্যাপারে আদালতের কিছু নির্দেশনা মেনেই আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারকে সামনের দিকে এগুতে হবে।
তিনি বলেন, সব সময় আগের থেকে মামলা করে আসামিকে ধরা সম্ভব হয় না। অপেক্ষা করে বসে থাকলে তো সে পালাবে। যেমন যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার গ্রেফতারের নির্দেশ শুনে পালিয়েছে। আগে যদি তাকে ধরে ফেলতো পরে আদালতের সামনে নিয়ে আসতো তাহলে পালাতে পারতো না। এগুলো জেনারালাইজ করা যাবে না। একেকটা ঘটনায় একেক রকম পদক্ষেপ নিতে হয়। যাই নিতে হোক না কেন আদালতের নির্দেশের আলোকে নিতে হবে। আদালতও আশা করি বাস্তব অবস্থা বিবেচনা করবেন। আদালতের মূল উদ্বেগ হচ্ছে যেন মানবাধিকার লংঘন করা না হয়।