Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

IMG_5330খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ ম,ে ২০১৬: গ্রাহকদেরকে আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এক্সিম ব্যাংকের পান্থপথ শাখাকে নতুন ঠিকানায় (ইউনিয়ন হাইটস, পান্থপথ, ঢাকা) বিস্তৃত পরিসরে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরিত এই শাখা আজ (২৪ মে ২০১৬) প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া, খন্দকার রুমী এহসানুল হক, মোঃ মুক্তার হোসাইন মোঃ হুমায়ূন কবীর,শাহ্ মোঃ আব্দুল বারী এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এক্সিম ব্যাংক সব সময়ই গ্রাহকবান্ধব ব্যাংক। গ্রাহকদের আরো কাছে আসতে এবং উন্নত সেবা প্রদানের জন্যই আমরা আমাদের পান্থপথ শাখাকে আরো বিস্তৃত পরিসরে স্থানান্তর করেছি। তিনি এক্সিম ব্যাংকের সাথে আরো নিবিড়ভাবে ব্যাংকিং করার জন্য ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে আহ্বান জনান।