Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, বুধবার, ২৫ মে, ২০১৬: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চট্টগ্রাম সফর বাতিল হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। সকাল ৯টার দিকে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির চট্টগ্রাম সফর বাতিল করা হয়েছে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। সেখানে রাত্রিযাপনের পর বুধবার আউটার স্টেডিয়ামে নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। প্রতিকূল আবহাওয়ার কারণে সফর পিছিয়ে বুধবার সকালে যাত্রার সূচি ঠিক হলেও শেষ পর্যন্ত তাও বাতিল করতে হল।
১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। চরম দারিদ্র্যসহ বহু বাধা অতিক্রম করে একসময় তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা হয়ে ওঠেন। সাম্য ও মানবতার চেতনায় সমৃদ্ধ ছিল তার লেখনী। কবিতায় বিদ্রোহী সুরের জন্য তার পরিচিতি বিদ্রোহী কবি।
স্বাধীনতার পর অসুস্থ অবস্থায় কবিকে ভারত থেকে সরকারি উদ্যোগে বাংলাদেশে আনা হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট কবি মারা যান। নজরুল জন্মজয়ন্তীতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এ বছর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে চট্টগ্রামে।