Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৫ মে, ২০১৬: এখন আর প্রাইমারি নির্বাচনে দলীয় প্রার্থী 43হিসেবে বিজয়ী হওয়ার দিকে নজর নেই। এখন ডেমোক্রেট শিবিরের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ধরেই নিয়েছেন তারাই আগামী ৮ই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন। তাই একে অন্যের দিকে আক্রমণ আস্তে আস্তে শাণিয়ে নিচ্ছেন। এরই মধ্যে নিউ ইয়র্কের বিলিয়নিয়ার, হঠাৎ রাজনীতিতে অভিষেক হওয়া ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক রেকর্ডে আঘাত করেছেন হিলারি। ডোনাল্ড ট্রাম্ট চারবার ঋণখেলাপি হওয়া থেকে রেহাই পেতে আবেদন করেছিলেন। সে বিষয়টিতে খোঁচা মেরেছেন হিলারি।

তিনি সোমবার ট্রাম্পকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন, যে ব্যক্তি ক্যাসিনো চালায় সে কি করে দেউলিয়া হয়? ট্রাম্প এর জবাব দিয়েছেন অন্যভাবে। তিনি হিলারির স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারির ইস্যুকে সামনে নিয়ে এসেছেন। সোমবারই তিনি একটি বিজ্ঞাপন প্রচার করেছেন। তাতে তিনি দু’জন নারীকে ব্যবহার করেছেন। তারা হলেন ক্যাথলিন উইলি এবং জুয়ানিতা ব্রোডড্রিক। কয়েক বছর আগে তারা বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তাদেরকে ব্যবহার করে ওই বিজ্ঞাপন তৈরি করা হলেও তাতে রয়েছে বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের ফুটেজ। এতে ক্লিনটনের মুখে একটি সিগারেট ধরে রাখতে দেয়া যায়। আর হিলারি হাসছেন। ভিডিওটির শেষ ট্যাগলাইনে লেখা, আসলেই কি হিলারি নারীদের সুরক্ষা দিচ্ছেন?
এ নারীরা যে অভিযোগ এনেছেন তা বার বারই অস্বীকার করেছেন বিল ক্লিনটন। তাকে কখনোই এ অভিযোগে অভিযুক্ত করা হয় নি। ওদিকে বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক সাংবাদিক অ্যান্থনি জারচার তার বিশ্লেষণে বলছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ধরন কেমন হবে তা হিলারি ও ডোনাল্ড ট্রাম্পের এই প্রচারণার মাধ্যমেই ফুটে উঠেছে। এতে স্পষ্টত, নির্বাচনী প্রচারে একে অন্যকে ঘায়েল করবেন অতীত কর্মকা- নিয়েছে। ১৯৯০ এর দশকে বিল ক্লিনটন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখনকার বিভিন্ন ইস্যুতে হিলারির ভাবমূর্তি ঘায়েল করার চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে ট্রাম্পের বাণিজ্যিক রেকর্ড হবে হিলারির টার্গেট। তিনি ট্রাম্পের দীর্ঘ বাণিজ্যিক কর্মকান্ড, এর সঙ্গে গোপন যেসব ইস্যু, ব্যবসায় প্রশ্নবিদ্ধ বিষয়কে টার্গেট করবেন তিনি। দু’ প্রার্থীরই এরই মধ্যে নেতিবাচক রেকর্ড রয়েছে। তারা যদি এ ধারায়ই এগুতে থাকেন তাহলে আগামীতে হোয়াইট হাউজে যিনি প্রবেশ করবেন তার ভাবমূর্তিও খুব উজ্বল না-ও হতে পারে। ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা অভিযোগ করছেন, স্বামী বিল ক্লিনটনের বিরুদ্ধে যারা অভিযোগ আনছেন তাদেরকে অবমূল্যায়নের চেষ্টা করছেন হিলারি। তার শিবির থেকে নির্বাচনী প্রচারে বিল ক্লিনটনের কেলেঙ্কারির দিকে মনোযোগ দেয়া হবে বলে পরিষ্কার করা হয়েছে।