Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬: পঞ্চম ধাপে দেশের ৪৭ জেলার ৭২৯ ইউনিয়ন পরিষদে আগামী শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় চারদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বুধবার থেকে শনিবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানান, ‘নির্বাচন উপলক্ষে অতীতে কতিপয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবারো তাই করা হয়েছে। এ ক্ষেত্রে ভোটগ্রহণের পূর্ববর্তী তিনদিন আগে থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে বলা হয়েছে।’
ইসির নির্দেশনা থেকে জানা যায়, ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত বেবিটেক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেইসঙ্গে ভোটগ্রহণের পূর্ববর্তী তিনদিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
নির্দেশনায় আরো বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলতা থাকবে। তা ছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিকদের পরিচয়পত্র থাকতে হবে।
এ ছাড়া নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় মহাসড়ক (হাইওয়ে), বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারবেন।
নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ভোটের দিনের পূর্ববর্তী রাত অর্থাৎ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে গ্রহণের দিন শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিট বোট চলাচল করতে পারবে না। তবে জনগণ বা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে রাখতে বলা হয়েছে।
এ ছাড়া পঞ্চম ধাপের নির্বাচনের ব্যালট পেপারসহ সব সামগ্রী মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ইসির উপসচিব রকিব উদ্দীন মণ্ডল। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সেগুলো ভোটের আগের দিন তা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাবেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রিসাইডিং অফিসাররা।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ২৮ মে (শনিবার) পঞ্চম ধাপে ৭২৯টি ইউপিতে ভোটগ্রহণের জন্য পাঁচটি প্রেস থেকে এসব মালামাল জেলা নির্বাচন কার্যালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে গর্ভমেন্ট প্রিন্টিং প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আর্মি প্রিন্টিং প্রেস, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও বিজি প্রেস থেকে নির্বাচনী উপকরণ বিতরণ করা হয়।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, পঞ্চম ধাপে চেয়ারম্যান পদে ৭২৯ ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তিন হাজার ২৫৪ জন। এর মধ্যে ১৫টি দলের প্রার্থী রয়েছে এক হাজার ৭২৭ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এক হাজার ৫২৭ জন।
তিনটি ইউপি বাদে ৭২৬ ইউপিতে প্রার্থী রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের, বিএনপির ৬২৯, জাতীয় পার্টির ১৭৭, জাসদের ২১, বিকল্পধারার ২, ওয়ার্কার্স পার্টির ১৩, ইসলামী আন্দোলনের ১২২, জেপির ২, ইসলামী ফ্রন্টের ১১, এলডিপির ৬, সিপিবির ৫, জেএসডির ১, কৃষক শ্রমিক জনতা লীগের ৬, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৭, অন্য দলের ১টি ইউপিতে প্রার্থী রয়েছে।
এরই মধ্যে চার ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে। ইসির ঘোষণা অনুযায়ী, পঞ্চম ধাপে ২৮ মে ৭২৯ ও ষষ্ঠ ধাপে ৪ জুন ৭২৪ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।