খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬: বলিউড সুপারস্টার সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ চলচ্চিত্রটি হয়তো দেখেছেন অনেকেই। ছবিতে ভারতে হারিয়ে যাওয়া পাকিস্তানের একটি মেয়েকে পাকিস্তানে ফিরিয়ে দিতে জীবনের ঝুঁকি নিয়েছিলেন ‘বজরঙ্গি ভাইজান’ সালমান। আর এবারে বাস্তবে ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে যাওয়া ছয় বছরের এক শিশুকে ভারতে ফেরত পাঠানোর উদ্যোগ নিল ‘বাংলাদেশি ভাইজান’ জামাল ইবনে মুসা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এরই মধ্যে পাচারকারীদের খপ্পরে পড়ে বাংলাদেশের মাটিতে ‘হারিয়ে যাওয়া’ ৬ বছরের ভারতীয় শিশুকে নিজ দেশে ফেরত পাঠাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশি ভাইজান জামাল ইবনে মুসা। সংবাদ সূত্রে জানা গেছে, আজ থেকে কয়েক বছর আগে পাচারকারীদের হাতে পড়ে ভারতের রাজধানী নয়াদিল্লির সেলিমপুর বস্তি এলাকা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় পাচার হয়ে যায় ছয় বছরের সোনু।
অভিযোগ, পাচারকারীরা তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে ঢাকার রাজপথে কাজ করাত। কাগজ কুড়ানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভারী কাজ ওইটুকু বাচ্চাকে দিয়ে করানো হতো। বিনিময়ে দেওয়া হতো পেটে সামান্য খাওয়া আর রাতে মাথার ওপর একটু ছাউনি। সামান্য কিছু চাইতে গেলেই ছোট্ট সোনুর ওপর চলত নির্মম অত্যাচার।
জীবনের মাত্র ছয় বছর বয়েসেই এই অসহনীয় অত্যাচারের জীবনকে ভবিতব্য হিসেবেই মানিয়ে নিয়েছিল সোনু। কিন্তু আচমকা তার জীবনে ত্রাতার ভূমিকা নিয়ে হাজির হয় ‘ভাইজান’ জামাল। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জামাল ইবনে মুসা ঢাকার পথে চলতে গিয়ে সোনুকে রাস্তায় ওইভাবে কাজ করতে দেখেন। তারপর ওইটুকু বাচ্চাকে ওমন হাড়ভাঙ্গা পরিশ্রম করতে দেখে সন্দেহ হয় তার মনে। একদিন জামাল আগ বাড়িয়ে সোনুর সঙ্গে কথা বলেন। কথা বলতেই জানতে পারেন সব ঘটনা। তার পরই তিনি ঢাকায় স্থানীয় পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করেন।
ছোট্ট সোনুকে উদ্ধারের পর তিনি কী করবেন সেটা বুঝতে না পেরে জামাল এরপর চলে আসেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। দিল্লিতে এসে সেলিমপুর বস্তি এলাকায় সোনুর পরিবারের সঙ্গে কথা বলেন জামাল। এরপরই সোনুর পরিবারের তরফে দিল্লির স্থানীয় থানায় যোগাযোগ করে গোটা ঘটনার কথা জানানো হয়। থানার তরফের বিষয়টি জানানো হয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
এদিকে সোনুর পরিবারের কাছে সব তথ্য প্রমাণ দিয়ে নিশ্চিন্ত হন বাংলাদেশি ভাইজান জামাল। সর্বশেষ, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সোনুকে খুব শিগগিরই দেশে ফেরানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদ সূত্রে জানা গেছে।