Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

nbs-thakurgaon-hinduকামরুল হাসান, ঠাকুরগাঁও, শুক্রবার, ২৭ মে ২০১৬: জেলার নিরাপত্তা হীনতায় ভুগছে বশ ভাঙ্গা গ্রামের হিন্দু গ্রামবাসীরা। বশ ভাঙ্গা গ্রামের হিন্দু নারী পুরুষরা প্রাণ হানী ও বাড়ি ঘর ক্ষয়ক্ষতির আশংকায় দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। গ্রামের অনেকে বাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে। এ গ্রামের ৫২বছর বয়সী অতুল চন্দ্র রায় জানান, একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দেয়ায় তাদের ওপর নির্যাতনের খড়গ নেমে এসেছে। সাত দিন আগে এক প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে গ্রামবাসীরা সন্ত্রাসী হামলার শিকার হন। এই গ্রামটি হল ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুন বাড়ি ইউপির অর্ন্তক্তুক্ত। সন্ত্রাসী হামলার শিকার ৪৮ বয়সী বীনা রাণী বলেন বাবু ভয় লাগেছে, কি করে ভোট দিবা যামো? ভাত খাবা মেনায় না। তিনি আরো বলেন, হামার কী দোষ! ভোট আসলেই হামার উপর জুলুম নির্যাতন শুরু হয় ক্যানে ? তার সাথে কন্ঠ মিলিয়ে বলেন লক্ষী রাণী। একই সুর এই গ্রামের সবার। এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর থানার ও.সি মশিউর রহমান বলেন আক্রান্ত হিন্দু গ্রাম বাসীদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের দিন (২৮ মে) নিজেই পাহারা দেবেন বলে জানান ঐ কর্মকর্তা।