Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খোলা বাজার২৪, শুক্রবার, ২৭ মে ২০১৬: কামরুর হাসান, ঠাকুরগাঁও: জেলার প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু। চলতি বোরো মৌসুমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ খাদ্য গুদামে সরকারিভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পৌর মেয়র ও উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক কশিরুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুর সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম ও রেজওয়ানুল হক বিপ্লব, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) শাহিন রানা ও পীরগঞ্জ প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম। এবার পীরগঞ্জ খাদ্য গুদামে প্রতিকেজি ২৩ টাকা করে এক হাজার ৭৭২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ছে। এদিন কৃষক আব্দুল কাদের কাছ থেকে ২ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। ধান সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানা যায়।