Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, শনিবার, ২৮ মে ২০১৬: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘মাদ্রাসা এবং কারিগরি শিক্ষায় নকলের প্রবণতা কিছুটা রয়ে গেছে। আমরা এটা পুরোপুরি দূর করব। এ জন্য শিক্ষকদের আরো কার্যকর উদ্যোগ নিতে হবে।’
শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সাধারণ শিক্ষা আমরা নকলমুক্ত করেছি। এখনো কারিগরি শিক্ষাব্যবস্থায় নকলের মনোভাব রয়ে গেছে। মাদ্রাসা এবং টেকনিক্যালে ছাত্রছাত্রীদের দু-একজনের মাথায় নকল করার চিন্তা থাকে। এখনো তাদের মধ্যে এ রকম চিন্তা রয়ে গেছে। আমরা এটা পুরোপুরি বন্ধ করে দেব।’
নাহিদ আরো বলেন, ‘কারিগরি শিক্ষাকে আমরা দেশের মোট শিক্ষিতের শতকরা ৬০ ভাগে নিয়ে যেতে চাই। কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা দক্ষ নাগরিক গড়ে তুলতে চাই। এ জন্য শিক্ষকদের সেভাবে ছাত্রছাত্রীদের তৈরি করতে হবে; যাতে তারা বুঝতে পারে এখানে নকল করার কোনো সুযোগ নেই।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘আগে কারিগরি শিক্ষায় ছাত্রছাত্রীরা আসতে আগ্রহী হতো না। অভিভাবকের মধ্যেও আগ্রহ ছিল না। এখন সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৫৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ বছর এক লাখ ৯৩ হাজার ৯১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। ২০২০ সালের মধ্যে আমরা ২০ ভাগ কারিগরি শিক্ষায় শিক্ষিত করব। ২০৩০ সালে এই হার ৩০ ভাগে নিয়ে যাব। দ্রুত আমাদের ৬০ ভাগে উন্নীত হতে হবে। দেশে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ গড়ে তোলা হবে।’