Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪, শনিবার, ২৮ মে ২০১৬: ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদর উপজেলার দারাজগাঁও গ্রামের বিমল চন্দ্র (৪৫) ও একই উপজেলার কালেশ্বরগাঁও গ্রামের ফিরোজা বেগম (৪০)।
ওই দুজন দারাজগাঁও ও কালেশ্বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সকাল ৮টায় শুরু হওয়া পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তাঁরা সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড়ের বোদা উপজেলার হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. খোকন জানান, সকালে সদর উপজেলার দারাজগাঁও থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন বিমল ও ফিরোজা। পথে মুন্সীরহাট এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়।