খোলা বাজার২৪, শনিবার, ২৮ মে ২০১৬: কুমিল্লার তিতাস উপজেলার বরামপুর ইউনিয়ন পরিষদে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
কামাল উদ্দিনের চাচাত ভাই প্রত্যক্ষদর্শী বশির আহমেদ বলেন, ভোট চলাকালে কামাল উদ্দিন কেন্দ্রে গেলে বিএনপি মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালান।
সেখান থেকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতদেহ তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তাৎক্ষণিকভাবে তোফায়েল আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।