খোলা বাজার২৪, শনিবার, ২৮ মে ২০১৬: পানিসীমায় ঢুকলেই দক্ষিণ কোরিয়ার রণতরীতে হামলা চালিয়ে ডুবিয়ে দেয়া হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণের নৌবাহিনী দুটি উত্তর কোরিয়ান নৌযানের ওপর গুলিবর্ষণ করার এক দিন পর এই হুমকি দেয়া হলো।
উত্তর কোরিয়া কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার ক্রীড়নকদের যেকোনো রণতরীতে কোনো হুঁশিয়ারি না দিয়ে আমরা সরাসরি আক্রমণ চালাব। এমন পশ্চিম সাগরে হটস্পটে মাত্র ০.০০১ মিলিমিটারের মধ্যে ঢুকলেও গুলি চালানো হবে।
দুই দেশের মধ্যে বর্তমানে প্রবল উত্তেজনা চলছে।