Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, রোববার, ২৯ মে ২০১৬: ‘বিএনপি নেতা আসলাম চৌধুরীর সাথে আর কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে। কোন ভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।’
বরিশালের মহিপুর নতুন থানা উদ্বোধন করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার দুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এটা সঠিক নয়। কয়েক বছর যাবৎ আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে।’
রাস্তাঘাটে আগে যে রকম যানজট হতো তাও নেই। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করার কথা জানান তিনি। ৫৪ ধারা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটা ফৌজদারি কার্যক্রম। আইনের মধ্যে যতটুকু পারমিট করে সেটুকুই আমরা করছি। হাইকোর্ট যে রায় দিয়েছেন তা অবশ্যই পালন করতে হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ প্রশাসনের কর্মকর্তারা।