Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া এভিনিউ থেকে তিনি এ খাবার বিতরণ শুরু করেন। এরপর সোয়া ১২টার দিকে তিনি মোহাম্মদপুর টাউন হলে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের পর ধানমণ্ডিতে যান।
বেলা পৌনে ১টায় তিনি ধানমণ্ডিতে খাবার বিতরণ করেন। দুপুর ১টায় তিনি কলাবাগান বাসস্ট্যান্ডে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এরপর তাঁর আজিমপুর, লালবাগ, ঢাকার মৌলভীবাজার ও হাইকোর্ট এলাকায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণের কথা রয়েছে।