Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: চিকিৎসকই র্ধষণ করল রোগীকহোসপাতালে ভর্তি রোগীকে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে একটি বেসরকারি হাসপাতালে। চোখের সমস্যা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়া ওই তরুণীকে ২৬ তারিখ পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এর পরেই শাহিদ হায়দার নামে ওই হাসপাতালের এক চিকিৎসক বিভিন্ন সময়ে এই রোগীর কাছে আসতেন। এমনকী, কেবিন থেকে কর্তব্যরত নার্সকে বের করে দিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করতেন।
শুক্রবার রাতে ওই রোগীকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। বিষয়টি হাসপাতালেরই এক নারী চিকিৎসককে জানান ওই তরুণী। অভিযোগ, ওই নারী চিকিৎসক বিষয়টি ধামাচাপা দিতে বলেন।
এরপরে নিজের পরিবারকে ঘটনার কথা জানান ওই রোগী। তারপরেই তরুণীর পরিবারের পক্ষ থেকে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার রাতেই অভিযুক্ত চিকিৎসক শাহিদ হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।