Thu. Aug 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদ পেলেন জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য শারমিন আক্তার সুপ্তা। শারমিনকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক করা হয়েছে।
গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার চার ছাত্রীহল শাখার কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক পদে শারমিনসহ ছয় ছাত্রীকে মনোনয়ন দিয়েছে ছাত্রলীগ।
ক্রিকেটার শারমিনের পদপ্রাপ্তির বিষয়টি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক বিবৃতি থেকে জানা যায়। এ ছাড়া শারমিন নিজেও তাঁর ফেসবুক প্রোফাইলে ছাত্রলীগের পদ পাওয়ার বিষয়টি প্রকাশ করেছেন।
জাতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার শারমিন বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। সহসম্পাদক হিসেবে মনোনীত হওয়ার আগে তিনি বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য ছিলেন বলে জানা যায়।
ডানহাতি বেটার শারমিন জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলেন ২০১১ সালের ২৬ নভেম্বর আয়ার‍ল্যান্ডের বিপক্ষে। পরের বছর ২৮ আগস্ট একই দলের বিপক্ষে শারমিনের টি টোয়েন্টি অভিষেক হয়। এখন পর্যন্ত নয়টি ওয়ানডে খেলে ৮৩ রান ও পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ৫৩ রান করেছেন শারমিন। ওয়ানডেতে তাঁর একটি অর্ধশতক আছে। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে করেছেন ৫২ রান। ঘরোয়া লিগে তিনি খেলেন আবাহনীর হয়ে।
এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন মৌমিতা গাঙ্গুলী, সহসভাপতি জেবা হুমায়রা, সাধারণ সম্পাদক খাদিজা ইয়াসমিন সুইটি, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিনা ইসলাম ঈশিতা, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মরিয়ম মিতু, নিগার সুলতানা নিশী ও শামীমা শিমু।
প্রীতিলতা হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন মেহের আফরোজ সোয়াদ, সহসভাপতি মাহবুবা খাতুন স্বপ্না, সাবিকুন নাহার সোনিয়া, জান্নাতুল ফেরদৌস ইশা, মারিয়া আফরিন ও শতাব্দী তৌমিক, সাধারণ সম্পাদক আলিফা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাতী সাহা, নাহিদা সিদ্দিকা নীলা ও ইশরাত জাহান নিশাত, সাংগঠনিক সম্পাদক হয়েছেন সোমা আক্তার, মৌসুমি ইসলাম সুইটি ও ফারহিন তাসনুভা মুমু।
জাহানারা ইমাম হল শাখা ছাত্রলীগের হয়েছেন সভাপতি ফাতেমাতুজ জোহরা চিনি, সহসভাপতি মোশারিফা সুলতানা চৈতি, সাদিয়া আফরিন পাপড়ি ও জান্নাতুল মাওয়া যুঁথী, সাধারণ সম্পাদক রুম্পা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল শাহিদা প্রাপ্তি ও প্রিয়া, সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমাইয়া সাদাফ ঐশী ও নিশাত কামাল বৃষ্টি।
নওয়াব ফয়জুন্নেসা হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন সালমা আক্তার বিন্দু, সহসভাপতি জোহরা খাতুন হ্যাপী, সাধারণ সম্পাদক স্বর্ণালী শিমু, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাতী খান ও শামীমা হক সোমা, সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাওন্তী সরকার তিথী ও তানজিনা আক্তার মীম।
এ ছাড়া শারমিন আক্তার সুপ্তা (ফজিলাতুন্নেসা হল), সুমনা বিশ্বাস (প্রীতিলতা হল), তাসনুভা রশিদ, তাহমিনা আক্তার তনু ও জেনিফার এহসান জেভা (জাহানারা ইমাম হল), মাহফুজা হাসান ঈশিতাকে (নবাব ফয়জুন্নেসা হল) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজীব আহমেদ রাসেল বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে এ কমিটি দেওয়া হয়েছে। আমরা আশা করি এ কমিটি দেওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংগঠনিক কাজে নতুন মাত্রা পাবে।’

অন্যরকম