Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: শুষ্কতার কারণে ত্বকে অনেক দ্রুত বলিরেখা পড়ে। এর ফলে চেহারা বুড়িয়ে যায়। তাই বয়স্ক হতে না চাইলে ত্বকের শুষ্কতা দূর করুন। এ ক্ষেত্রে পাঁচটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। এগুলো রুক্ষতা দূর করে ত্বককে নরম ও মসৃণ করবে। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। জানতে চান উপাদানগুলো কী? তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের এই তালিকাটি একবার দেখে নিন।
অলিভ অয়েল
অলিভ অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে নরম ও মসৃণ করে। এ ছাড়া এই উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও বেশ কার্যকর। তাই নিয়মিত অলিভ অয়েল দিয়ে ত্বক ম্যাসাজ করুন।
নারকেল তেল
নারকেল তেল ত্বকে অ্যান্টিসেপটিকের কাজ করে। এটি ত্বকের শুষ্কতা ও খসখসে ভাব দূর করে ত্বককে নরম করে। কয়েক ফোঁটা নারেকল তেল হাতে নিয়ে হালকাভাবে পাঁচ মিনিট ম্যাসাজ করুন।
পেট্রোলিয়াম জেলি
ত্বক নরম করতে পেট্রোলিয়াম জেলি সবচেয়ে বেশি কার্যকর। প্রতিদিন রাতে ঘুমানোর আগে বেশি করে ত্বকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। এ ছাড়া প্যাক ব্যবহারে পর ময়েশ্চারাইজার হিসেবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।
টকদই
টকদইয়ে প্রচুর পরিমাণে ল্যাকটিক এসিড রয়েছে, যা ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে টানটান করে। এ ছাড়া এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান ব্রণের জীবাণু ধ্বংস করতে কার্যকর।
মধু
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মধু খুবই উপকারি। আপনি চাইলে সরাসরি মুখে মধু লাগাতে পারেন। কিংবা যেকোনো প্যাকের সঙ্গে মিশিয়েও লাগাতে পারেন। এই উপাদান ত্বকের রুক্ষতা দূর করে নরম ও মসৃণ করে।