খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: তোফাজ্জল হোসেন: কলাগাছের বাকল থেকে উৎপাদিত আশঁজাত পণ্যের সম্প্রসারন বিষয়ক এক কর্মশালা রবিবার ২৯মে নরসিংদীস্থ আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিডব্লিউসিসিআই ,ইউরোপীয় ইউনিয়ন ও শিল্প মন্ত্রনালয় এর অর্থায়নে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ব্যুরো বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিডব্লিউসিসিআই এর ডিরেক্টর গুলসান নাসরিন চৌধুরী। ম্যানেজার (ট্রেনিং) মেহেদী হাসান এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিট ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সৈয়দ সুলতান চাঁদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেহান উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ,ব্যুরো নারায়নগঞ্জের আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. হাসিবুর রহমান মোল্লা, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার রিয়াজ উদ্দিন আহমেদ, সাংবাদিক তোফাজ্জল হোসেন, মনজিল এ মিল্লাত, মশিউর রহমান সেলিম, নরসিংদী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দা মুনিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কলাগাছের বাকল থেকে আশঁ তৈরী করে আমরা বিভিন্ন মূল্যবান পণ্য উৎপাদন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। তিনি আরো বলেন এই প্রকল্পে জড়িত সকলকে এ ব্যাপারে পরিশ্রমী হতে হবে।বর্তমান সরকারের শিল্প মন্ত্রণালয় এ প্রকল্পের ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করে এ প্রকল্পকে সার্বিক সহযোগীতা দিয়ে আসছেন। উল্লেখ্য যে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির বাস্তবায়নে নরসিংদী,গাইবান্ধা,টাঙ্গাইল সদর ও মধুপুর উপজেলা নিয়ে কৃষিজ বর্জ্য হতে প্রাপ্ত প্রাকৃতিক আঁশ থেকে উৎপন্ন পণ্যের প্রসারের মাধ্যমে এসএমই ক্লাস্টারের মাধ্যমে দারিদ্রতা দূরীকরন এবং নারীদের আর্থ সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ২০১৩ সাল থেকে শুরু হয়েছে যা ২০১৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে।এতে প্রত্যক্ষ ২০০০জন নারী উদ্যোক্তা এবং ১০,০০০জন নারী পরোক্ষ ভাবে জড়িত।তারা কলাগাছ ও আরারস পাতার অধিকাংশ বর্জ্য থেকে পরিবেশক বান্ধব ও স্বাস্থ্য সম্মত আঁশ আহরণ করে উন্নত মানের জৈব সার,পার্স,ব্যাগ,কলমদানী,টিস্যু বক্স,শোপিস তৈরী করছে।উন্নত মানের যন্ত্রপাতি আমদানি করে কলাগাছ ও আনারসের পাতার আশঁ থেকে সুতা তৈরী করা যাবে যা তুলার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এবং তুলার আমদানী কমাতে সহায়ক হবে।আলোচনা সভা শেষে প্রধান অতিথি কলাগাছ ও আনারসের পাতার আঁশ থেকে তৈরী বিভিন্ন আর্কষনীয় হস্তশিল্পের ষ্টল ঘুরে ঘুরে দেখেন।