Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

pabnaখোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: পরকীয়ায় বাধা দেয়ায় পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামে রনজিত রোজারিও নামের এক খ্রীষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৯ মে) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। আহত রনজিত রোজারিও ফৈলজানা গ্রামের মৃত জজ রোজারিও’র ছেলে। পেশায় তিনি একজন সার ব্যবসায়ী।

আহত রনজিত রোজারিও’র স্ত্রী পল্লবী রোজারিও জানান, ফৈলজানা গ্রামের প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সাথে নেংড়ী গ্রামের জনৈক বাদশা মিয়ার অবৈধ সম্পর্ক ছিল। প্রায় দুই মাস আগে আপত্তিকর অবস্থায় তাদের হাতেনাতে ধরে ফেলে রনজিতসহ স্থানীয় কয়েকজন। এ নিয়ে শালিসের মাধ্যমে ঘটনার মীমাংসাও হয় এলাকায়। পূর্ব শত্রুতার জের ধরে ওই ঘটনার জের ধরে ক্ষুব্ধ বাদশা তার লোকজন নিয়ে রবিবার রাতে রনজিতের বাড়িতে গিয়ে হামলা চালায়।

তিনি আরও জানান, হামলাকারীরা প্রথমে রনজিতকে লক্ষ্য করে একটি গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারা ধারালো চাপাতি দিয়ে রনজিৎকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রনজিৎ ও পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রনজিত রোজারিওকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

আহত রনজিত জানান, অপকর্মের কথা প্রকাশ করে দেয়ায় বাদশা তার লোকজন নিয়ে আমাকে চাপাতি দিয়ে কোপায়। আমি বাড়ির পাশে পানিতে ঝাঁপ দিয়ে চিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রনজিতকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে আহত করা হয়েছে বলে জেনেছি। আমরা ঘটনার কারণসহ অন্যান্য বিষয় তদন্ত করে দেখছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।