খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহ মামলায় সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হকের ১০ দিনের রিমান্ড আবেদনে আসলামকে মঙ্গলবার আদালতে হাজির করা হলেও ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাকে এ মামলায় রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হলে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় শুনানি পিছিয়ে মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়। তার জামিনের আবেদনও খারিজ করা হয়েছে।
সম্প্রতি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ‘ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকারকে উৎখাতের’ ষড়যন্ত্রের অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখালেখি হয়। এরপর ১৫ মে পুলিশ আসলামকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করে।
পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর বৃহস্পতিবার গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
এর আগে ২৪ মে লালবাগ ও মতিঝিল থানায় করা দুটি নাশকতার মামলায় আসলামকে গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ।