Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: নাগরিকদের হাতের আঙুলের ছাপ আপডেট করার জন্য আজ মঙ্গলবার দেশের সব উপজেলা/থানা নির্বাচন কার্যালয় রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচারক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ সোমবার মাঠ পর্যায়ে এ নির্দেশনা পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ৩১ মে (মঙ্গলবার) সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এজন্য আজ রাত ১০টা পর্যন্ত সব উপজেলা/থানা নির্বাচন কার্যালয় খোলা রাখতে হবে। ডাটা এন্ট্রি অপারেটরদের দুই শিফটে দায়িত্ব বিভাজন করে সিম নিবন্ধনে যাদের ফিঙ্গারপ্রিন্ট সমস্যা দেখা দিবে তাদের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে আপলোডার সফটওয়ার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ডাটা আপলোড করতে হবে।
যাদের আপলোডার কনফিগারেশনে সমস্যা আছে তাদের আইটি শাখার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশনায়।