Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভেতরেই দুর্নীতি রয়ে গেছে। অনুসন্ধান-তদন্ত সঠিক সময়ের মধ্যে হয়না। দুর্নীতি দমন কমিশনের হাজার হাজার মামলা ‘ডিপ ফ্রিজে’ পড়ে আছে। অথচ কথা ছিল, দুদক কর্মকর্তারা ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করবে। কোনো মামলা এই সময়ের মধ্যে অনুসন্ধান শেষ হয়নি। রাজশাহী শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার দুপুরে রাজশাহী ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘এসবের (দুর্নীতি) প্রতিরোধ শুরু হয়েছে। কমিশন ঘর থেকেই সংশোধন শুরু করেছে। তবে অপরাধীদের এই ভেবে লাভ নেই, দমন বাদ দিয়ে প্রতিরোধ করছি। কাউকে ছাড় দেওয়া হবেনা। সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা দুর্নীতি রুখবো। আগামী প্রজন্ম চোখ খুলে দেখবে, বিশিষ্ট দুর্নীতিবাজরা আইনের আওতায় এসেছে।’
রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) ড. মো. শামসুল আরেফিন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান ও পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন।
অনুষ্ঠান শেষে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। জেলা পর্যায়ে এ বছর রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি নির্বাচিত হয়েছে বগুড়া জেলা কমিটি। উপজেলা পর্যায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রথম, বগুড়ার শেরপুর দ্বিতীয় ও পাবনার বেড়া তৃতীয় নির্বাচিত হয়েছে। রংপুর বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এই বিভাগে উপজেলা পর্যায়ে রংপুরের গঙ্গাচড়া দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রথম, দিনাজপুরের নবাবগঞ্জ দ্বিতীয় ও গাইবন্ধার সাঘাঁটা তৃতীয় নির্বাচিত হয়েছে।