Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: মুস্তাফজিকে সাবধানে খলোর পরার্মশ প্রধানমন্ত্রীরমুস্তাফিজকে খেলায় আরো সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মুস্তাফিজ যদি ওভার এক্সপোজড হয়ে যায় তবে তার সিক্রেসি সবাই জেনে যাবে। আর এটা হলে তার কাছ থেকে যে সার্ভিস পাচ্ছি তা হয়তো পাবো না।’
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ফাস্ট বোলার মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এই ভিডিও দেখার পর প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন বলে সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম ম্স্তুফা কামাল সাংবাদিকদের জানান।
মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, মুস্তাফিজকে নিয়ে তিনি গর্বিত, তাকে উইসও (শুভ কামনা) করেছেন।’
কামাল এ সময় বলেন, ফাস্ট বোলাররা বেশি বেশি ইনজুরিতে পড়েন। বিশ্বের অনেক নামিদামি বোলারের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। এ ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং ও জোয়েল গার্নারের উদাহরণ টেনে বলেন তারাও কোনো না কোনো সময় ইনজুরিতে পড়েছেন।
কামাল জানান, মুস্তাফিজ নিজগুণেই আরো অনেক দূর এগিয়ে যাবে। পরবর্তীতে আরো উপরে উঠে যাবে এবং নিজেরটা নিজেই বুঝবে তার করণীয় কী।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, পেস বোলারদের মধ্যে একমাত্র কপিল দেব ইনজুরিতে না পড়ে বেশি দিন খেলেছেন।
এ ক্ষেত্রে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা উল্লেখ করে তিনি বলেন, সেও প্রমিনেন্ট বোলার। কিন্তু ইনজুরির কারণে তিনি প্রত্যাশা অনুযায়ী এগুতে পারেননি।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।