Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

natoreখোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: নাটোরের লালপুরে দুই স্কুল ছাত্র অপহরনের ৬দিন পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে মুক্তিপণ হিসেবে ১০লাখ টাকা দাবী করেছে অপহরনকারীরা। দুই স্কুল ছাত্র অপহরনে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটছে পরিবার দুটির।
অপহৃত রাব্বি হোসেনের বাবা মুকুল হোসেন জানান, লালপুর উপজেলার আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রাব্বি হোসেন ও তার মামাতো ভাই করিমপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাহেল গত ২৫ মে এক সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে মোবাইল ফোনে তাদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে কথিত অপহরণকারীরা। এ অবস্থায় ২ শিক্ষার্থীর খরচ বাবদ পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ৮হাজার টাকা পরিশোধ করে।
তবে এ বিষয়ে লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, অপহৃতরা যে মোবাইল নাম্বার দিয়ে টাকা লেনদেন করেছে সে নম্বরটি আমরা ট্রেস করেছি। কিছুদিন আগে যে দুই ব্যাক্তির সাথে তাদের বিরোধের সৃষ্টি হয়েছিল তাদের উপরও নজরদারি রাখা হয়েছে। অপহৃতদের উদ্ধার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।