খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: আজ ১ জুন ২০১৬ বুধবার ভোর ৬টায় জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং মাছ রাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনায়েম গুলশানস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে … … রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
সৈয়দ ফাহিম ১৯৫৩ সালের ৪ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ নুরউদ্দিন জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য এবং দৈনিক সংবাদ-এর নির্বাহী সম্পাদক ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে ব্যবস্থাপনায় ¯œাতকোত্তর শেষে তিনি ১৯৮২ সালের জানুয়ারি দৈনিক সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে সাংবাদিকতায় যোগ দেন। তিনি ডেইলি স্টার পত্রিকা ও বার্তা সংস্থা ইউএনবি’র ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
মরহুমের লাশ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে । তার যুক্তরাষ্ট্র প্রবাসী দু’পুত্র আগামীকাল ঢাকায় পৌঁছলে জানাজা ও দাফন সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীরভাবে শোকাভিভূত। ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় সৈয়দ ফাহিম মুনায়েম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট গণমাধ্যম ব্যবস্থাপক ও বরেণ্য সাংবাদিককে হারালো। তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন।