Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: বৌদ্ধ মন্দরিে ফ্রজিরে ভতির থকেে ৪০টি বাঘরে বাচ্চা উদ্ধার!থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরের ফ্রিজ থেকে চল্লিশটি বাঘের বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার পুলিশ ও বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করেন।
বন্যাপ্রাণী চোরাচালান ও প্রাণীদের সঙ্গে যথাযথ আচরণ না করার অভিযোগ ওঠার পর সোমবার কাঞ্চনাবুড়ির ওয়াট ফা লুয়াং টা বুয়া টাইগার টেম্পল থাকা ১৩৭টি বাঘ সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত মন্দির থেকে ৫২টি বাঘ সরিয়ে নিয়েছে বন্যপ্রাণী কর্তৃপক্ষ । এখনো মন্দিরের ভেতরে ৮৫টি বাঘ রয়েছে। এই মন্দিরে পর্যটকরা অর্থের বিনিময়ে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী দেখতে পারতেন, ছবিও তুলতে পারতেন, এমনকি সেগুলোকে খাবারও খেতে দিতে পারতেন। বিতর্কিত এই মন্দিরের ভিক্ষুদের বিরুদ্ধে বন্যপ্রাণী চোরাচালান ও অবৈধভাবে বাঘের প্রজনন করানোর অভিযোগ ছিল। ২০১৫ সালের ফেব্র“য়ারি মাসেও ওই বৌদ্ধমন্দিরে অভিযান চালিয়েছিল বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। তখন সেখান থেকে শিয়াল, ভালুক ও ধনেশ পাখি সরিয়ে নেওয়া হয়েছিল।
বুধবার থাই কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরের রান্নাঘরের ফ্রিজ থেকে ৪০ টি বাঘের বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।