খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: কুমারীত্ব প্রমাণ না হওয়ায় বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য স্বামীকে পরামর্শ দিয়েছে পঞ্চায়েত। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিয়ের সময় পঞ্চায়েতের লোকজন ওই বরকে একটি সাদা চাদর দেয় এবং পরের দিন এটি ফেরত দিতে বলে। পরের দিন ওই বর চাদরটি ফেরত দেয়। পঞ্চয়েতের লোকজন এতে কোনো রক্তের দাগ দেখতে না পেয়ে ওই কনে কুমারি নয় বলে ঘোষনা দেয়। এরপরই তারা বরকে ৪৮ ঘন্টার মধ্যে বিবাহ বিচ্ছেদের পরামর্শ দেয়।
এ ঘটনার পর গত বৃহস্পতিবার পঞ্চায়েতের সঙ্গে বৈঠক করেছেন সমাজকর্মী রঞ্জনা গাভান্দি ও কৃষ্ণা চান্দুগদি। তারা জানিয়েছেন, ওই তরুণী পুলিশে চাকরির জন্য শারীরিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য তিনি দৌড়, লং জাম্প, সাইকেল চালানোসহ শরীরচর্চা করতেন।
তারা জানান, পঞ্চায়েত কোনো গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে ব্যর্থ হলে তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন।