Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার পশ্চিমাঞ্চল অনূর্ধ্ব-১৬ দলে থাকবেন সেটা স্বাভাবিকই। কিন্তু ভারতীর ক্রিকেট দর্শকদের কাছে অস্বাভাবিক ঠেকছে- প্রণব ধাওয়ান্দের দলে জায়গা না পাওয়া। এই প্রণবই কিছুদিন আগে ৩২৭ বলে ১০০০ রানের অনন্য রেকর্ড গড়ে আলোড়ন তুলেছিলেন ক্রিকেট বিশ্বে। এই ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শচীন-পুত্রকে আক্রমণ করা হচ্ছে।
নির্বাচকদের এমন সিদ্ধান্তের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অনেকেই বলছেন, শচীন-পুত্রকে দলে জায়গা দিতেই বাদ দেয়া হয়েছে প্রণবকে। ফেসবুক ও টুইটারে বিভিন্ন ধরনের ট্রলে বলা হচ্ছে, শুধুমাত্র একজন অটোরিক্সা চালকের ছেলে হওয়ার কারণেই প্রণবের সুযোগ হয়নি। অপর দিকে বাবার প্রভাবে সহজেই দলে জায়গা করে নিয়েছেন অর্জুন।
এমন সমালোচনার মুখে নির্বাচকদের পক্ষ থেকে অবশ্য তাদের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দেয়া হয়েছে। তারা বলছেন, অন্য কোনো কারণে নয়, প্রণব বাদ পড়েছেন বয়সের জন্য। ২০০০ সালের ১৩ মে জন্ম নিয়েছে সে। বিশ্বরেকর্ডধারী এই ক্রিকেটার এরই মধ্যে অনূর্ধ্ব-১৬ দলে খেলার বয়স সীমা অতিক্রম করেছেন।