খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফিরেছেন মুস্তাফিজুর রহমান। প্রায় দুই মাস দেশে ছিলেন না তিনি। আইপিএলে অসাধারণ খেলে চ্যাম্পিয়ন হয়েছে তার সানরাইজার্স হায়দরাবাদ। দীর্ঘ দিন পর বাড়ি ফেরায় তাকে নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম তেঁতুলিয়ায় বৃষ্টির মধ্যেও ভক্তদের আনন্দের কমতি নেই।
সদ্য কৈশোরর পেরিয়ে আসা মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন। তার ঘরে ফেরায় তাই বাড়তি আনন্দ যোগ হয়েছে। তেমনি অনেক দিন পর মুস্তাফিজকে পেয়ে আনন্দিত বন্ধুরাও। তার বন্ধু হাফিজ,আসাদুল, জ্যোতিন্দ্র নাথ,আল-আমিন,শামীম, হাসানকে দেখা যায় ব্যস্ত সময় কাটাতে।
মুস্তাফিজের বন্ধু হাফিজুল ইসলাম বলেন, ‘আমার সবচেয়ে কাছের বন্ধু আইপিএল খেলে বাড়ি ফিরছে। তাই গাছের পাকা আম, জাম, কাঠাল, নিজের বাড়ির মুরগি ওর জন্য রেখে দিয়েছি। ভারতে থাকা অবস্থায় প্রতিদিনই মুস্তাফিজের সঙ্গে কথা হত। দেশের বাইরে থাকায় বন্ধুর সাথে দেখা হয় না বলে তার জন্য মোবাইল কিনে পাঠিয়েছিলেন মুস্তাফিজ। তাকে ঘিরে আগ্রহ দেখা গেছে আশপাশের গ্রাম গুলোতেও।
আইপিএল শেষে সোমবার দেশে ফেরা মুস্তাফিজ বাবা-মার কাছে পৌঁছেন মঙ্গলবার রাত ১১ টায়। সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে বাড়ি ঢুকেই বাবা-মাকে জড়িয়ে ধরেন ২০ বছর বয়সি এই তরুণ।
চার ছেলে-দুই সুন্তানের মধ্যে সবার ছোট ছেলে মোস্তাফিজকে এতদিন পর কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মা মাহমুদা খাতুন। তিনি জানান,ছোট ছেলে মোস্তাফিজুর রহমানের জন্য ভালবাসা একটু বেশি। বার বার ওর কথা মনে পড়ে। ছেলের সাফল্যে খুশিতে থাকা মা রান্না করে মুস্তাফিজের পছন্দের সব খাবার। কাজ না থাকলে মুস্তাফিজ সকালে উঠতে দেরি করে। ওর উঠার আগেই সব নাস্তা তৈরি হয়ে যাবে।