Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: বঙ্গবন্ধুকে রাজাকার বলায় দিনাজপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল আমলি আদালত-১ এর বিচারক এহসানুল হক এ আদেশ দেন। দিনাজপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ গত ১৮ই ডিসেম্বর ২০১৪ তারিখে আদালতে মামলা দাখিল করেন। ২৩ ডিসেম্বর ২০১৪ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সেই দিন বিচারক তারেক রহমানের বিরুদ্ধে ৫০০/৫০১/৫০২ ধারায় দায়ের হওয়া মামলায় স্ব-শরীরে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন। দীর্ঘ দিনেও আদালতে হাজির না হওয়ায় বিচারক আজ বুধবার তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।